আগুনে পোড়া প্রতিরোধে করণীয়

১। রান্নার সময় শাড়ি ও চুল বেধে রাখুন।

২। সকালে চুলা জ্বালানোর কিছুক্ষন আগে জানালা খুলে রাখুন।

৩। গ্যাসের চুলা নিয়মিত পরীক্ষা করাবেন।

৪। গ্যাসের সিলিন্ডার অন্য রুমে রাখুন।

৫। বিদ্যুতের তার, সকেট ও সুইচ শিশুদের নাগালের বাইরে রাখুন।

৬। অজানা তার স্পর্শ করবেন না।

৭। বিদ্যুতের কাজ করার সময় অবশ্যই জুতা ও গ্লাভস পরবেন।

৮। বিদ্যুতের লাইনে ধাতব জিনিস লাগাবেন না বা স্পর্শ করবেন না।

৯। গরম পানি, চা, ডাল, তরকারি শিশুদের নাগালের বাইরে রাখুন।

১০। গরম পানি বহনের সময় বালতি ব্যবহার করুন।

১১। জ্বলন্ত মোমবাতি ও কয়েল নিরাপদ দূরত্বে রাখুন।

১২। জ্বলন্ত সিগারেট ও ছাইয়ের আগুন নিভিয়ে রাখুন।

১৩। বদ্ধ ঘরে/ ওয়াশ রুমে ধূমপান করবেন না।

Click to Chat
Scroll to Top